Notice 1:

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । ডাঃ আব্দুল করিম তাহফিজুল কোরআন মাদরাসা

Notice 2:

সূচনা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাহ উপর।

আদর্শ শিক্ষা মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। আত্মবিশ্বাস ও কোমল বৃত্তির পরিস্ফুটন এবং জীবনের সকল সমস্যা সমাধান ও উন্নয়নের দিক দর্শন। সুতরাং একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল সমাজের জন্যে যুগোপযোগী ইসলাম ভিত্তিক সুশিক্ষায় আত্মপ্রত্যয়ী আলোকিত মানুষের কোন বিকল্প নেই। যারা শোষণ দূর্নীতি কুসংস্কার ও অপসংস্কৃতি মুক্ত এবং মানবীয় গুণাবলীতে অলংকৃত হয়ে উন্নত দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করার মাঝেই উভয়কালীন সফলতা অর্জনের সর্বাত্মক চেষ্টা চালাবে। তাই এ মহান লক্ষ্যে ঈমানী চেতনাও সামাজিক দায়বদ্ধতার তাগিদে কতিপয় সচেতন জনহিতৈষী উদ্দ্যোগী দ্বীনদার ব্যক্তির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় গড়ে উঠে ইসলাম ও আধুনিকতার সমন্বিত ব্যতীক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “বুড়িচং সালাফিইয়াহ মাদরাসা”। আমরা মুসলিম হিসেবে সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে, উভয়কালীন সুখ, শান্তি ও সফলতা লাভের একমাত্র পথ কুরআন ও সহীহ সূন্নাহর পরিপূর্ণ অনুসরণ। কিন্ত আল্লাহর রাসূল (সাঃ) থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন বাতিল ফিরকা ও ফিৎনা বৃদ্ধির পাশাপাশি যোগ্য দ্বীনি আলেমের অপ্রতুলতার কারণে, বাতিল পন্থিদের কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও গলাবাজির কাছে সরলমনা সাধারণ মুসলমানগণ প্রতারিত ও পথভ্রষ্ট হচ্ছে। তাই আজ কুরআন, সুন্নাহ ও বিশুদ্ধ আকীদানয় দক্ষ ও হক্কানী আলেমের বড়ই প্রয়োজন। যারা নির্ভেজাল দ্বীনি জ্ঞানের আলো দিয়ে মানুষকে হিদায়াতের পথ দেখাবেন। এ প্রয়োজন পূরণে প্রচেষ্টার অংশ হিসেবে আল্লাহর ইচ্ছায় কিছু একনিষ্ঠ মুসলিম ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও আপনাদের আন্তরিক সহযোগীতায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় গড়ে ওঠে কুরআন, সহীহ সূন্নাহ ও আধুনিকতার ছোঁয়ায় আলোকিত মানুষ তৈরির ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, বুড়িচং সালাফিয়্যাহ মাদরাসা। যা দক্ষ নিষ্ঠাবান শিক্ষকমন্ডলী এবং শিক্ষানুরাগী অভিজ্ঞ পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় অতি অল্প সময়ের ব্যবধানে নূরানী, হিফয, আরবী ভাষা শিক্ষা কোর্সের সাথে কিতাব বিভাগের বালিকা শাখা নবম এবং বালক শাখা দ্বাদশ শ্রেণিতে উন্নিত হয়েছে। বর্তমান শিক্ষার্থী সংখ্যা সাতশত+।

Notice 3:

ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি !

ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি !

Scroll to Top